রাণীনগরে জেএমবি সদস্য গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে চলাকালীন সময়ে রুহুল আমিন (৫২) নামের পুলিশের তালিকাভূক্ত জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলা সদরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রুহুল আমিন তালিকাভূক্ত জেএমবি সদস্য। তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই