এ দেশ জঙ্গিদের নয় : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ জঙ্গিদের হান্টিং বা শিকার করছে। এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয়।

তিনি শুক্রবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন।

সিলেটে জঙ্গি আস্তানার খবর আগে থেকে পুলিশের জানা ছিল দাবি করে শহিদুল হক বলেন, তাদের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দেশের জনগণ জঙ্গি পছন্দ করে না। এজন্য জঙ্গিদের ব্যাপারে আতঙ্কের কিছু নেই।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে এক হয়ে কাজ করছে।

আইজিপি বলেন, জঙ্গি দমনে পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। যেখানে তাদের আস্তানা পাওয়া যাচ্ছে, সেখানেই ঘেরাও করা হচ্ছে। প্রথমে তাদের আহ্বান জানানো হয় আত্মসমপর্ণের জন্য। এজন্য তাদের সময়ও দেওয়া হয়। যদি তারা আত্মসমর্পণ না করে, যখন আমাদের ওপর হামলা করে, তখন পাল্টা হামলা করা হয়।

সিলেটের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা জঙ্গিদের বার্তা দিতে চাই-এই দেশ তোমাদের জন্য নিরাপদ না। বাংলার জনগণ জঙ্গি পছন্দ করে না।

এর আগে তিনি খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে খুলনা বিভাগের ১০ জেলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ডিআইজি এস এম মনির উজ জামান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই