খালেদার বিশেষ সহকারীর বেয়াই হলেন স্থানীয় আ.লীগ নেতা
আ.লীগ বিএনপি চির প্রতিদ্বন্দী এ দু দলের আত্নীয়তা সম্পর্ক্য নতুন নয়। আর এবার এ তালিকায় যোগ হলেন বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এ্যাডভোকেট শিমুল বিশ্বাষ। তার বেয়াই হলেন, স্থানীয় আ.লীগ নেতা তসলিম হাসান সুমন।
অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এর বড় ছেলে তানভির রহমন বিশ্বাস ওরফে মিথুন বিশ্বাসের সাথে পৌর আ.লীগ সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমনের মেয়ে তাহজিদ হাসান তরনীর বিয়ে হয়েছে।
এ উপলক্ষে শহরের অদুরে আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে বৌ ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বৌ-ভাতের হলেও তা পরিনত হয় সর্ব দলিয় রাজনৈতিক নেতা কর্মির সম্প্রিতির মিলন মেলায়।
মন্তব্য চালু নেই