অবিলম্বে হাজারীবাগের সব ট্যানারি বন্ধে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর হাজারীবাগে স্থাপতি সকল ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তার আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও স্বরাষ্ট্র সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতেও নির্দেশ দিয়েছেন।

সোমবার বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, হাজারীবাগের স্থাপিত ট্যানারিগুলো মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আদালতের এ বিষয়টি উপস্থাপনের পর অবিলম্বে হাজারীবাগের ওইসব ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



মন্তব্য চালু নেই