সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে বসতবাড়ি ভষ্মিভূত॥ আহত ২

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। এ সময় আগুন নিভাতে গিয়ে ২ জন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার ভোর রাতে রামজীবন ইউনিয়নের দক্ষিণ সুর্বণদহ গ্রামের মৃত আকবর আলীর ছেলে খাজা মিয়ার গোয়াল ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়লে গোয়াল ঘরসহ ২টি টিনসেট ঘর ভষ্মিভূত হয়। ঘরে থাকা ধান-চাল, আসবাবপত্র, নগদ ১ লক্ষ টাকা পুড়ে যায়। এসময় আগুন নিভাতে এসে ২ আহত হয়। আহরা হলেন- রাঙ্গা মিয়া (৩৫) ও সেলিম মিয়া (২৫) গুরুতর আহত হয়। তাদেরকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এ খবর লেখা পর্যন্ত পোড়া বাড়ির লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এব্যাপারে ইউনএনও এসএম কিবরিয়ার সাথে হলে তিনি জানান, আবেদন করলে সরকারী সহায়তা দেয়া হবে।



মন্তব্য চালু নেই