নীলফামারীর রেলপথে লেভেল ক্রসিংগুলি ঝুঁকিপূর্ণ : মরণফাঁদে পরিণত
হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারী জেলার রেলপথে লেভেল ক্রসিংগুলি এখন অত্যান্ত ঝুকিপূর্ন হওয়ায় ক্রসিং পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনসহ পথচারীদের। এসব ঝুকিপূর্ন রেল ক্রসিংগুলির খোজ খবর নিতে গিয়ে কথা হয় জেলার তরনীবাড়ি রেলক্রসিং পার্শ্বেই বসবাসকারী মোঃ জাবেদ হোসেনের সাথে তিনি বলেন, তরনীবাড়ি থেকে চওড়া বাজার পর্যন্ত সড়কে প্রতিনিয়ত পথচারীসহ সাইকেল, মোটর সাইকেল, রিক্সা, রিক্সাভ্যান, মাইক্রো, পিকআপ, কাভার্ড ভ্যান ও ট্রাক পারাপার করছে। তিনি আরো বলেন, চিলাহাটী-পার্বতীপুর রেলপথের তরনীবাড়ি রেলক্রসিংটি অত্যান্ত গুরুত্বপুর্ন। অথচ এখানে নেই কোন গেট ও গেটম্যান। এ রেলপথে চলাচল করছে নীলসাগর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্ত:নগর ট্রেন। ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ক্রসিং-এর পাশে দাড়িয়ে থেকে পথচারী ও যানবাহন পারাপার করে দেয়। এসময় চোখে পড়ে ‘‘সাবধান এই রেলক্রসিং এ কোন গেটম্যান নেই। পথচারী ও যানবাহন চালক নিজ দায়িত্বে এবং সাবধানে এই লেভেল ক্রসিং পারাপার হইবেন।” পশ্চিমাঞ্চল রেলপথের বিভিন্ন লেভেল ক্রসিং’এ এরকম দায়সারা গোছের সাইন বোর্ড টানিয়ে দিয়ে দায় সেরেছেন কর্তৃপক্ষ। অথচ এসব অরক্ষিত লেভেল ক্রসিং’এ ঘটছে অহরহ দুর্ঘটনা। যা দেখার কেউ নেই। গত এক যুগে প্রাণ হারিয়েছে অন্তত্ব শতাধিক মানুষ। অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে বরন করেছে পঙগুত্ব।
একই ভাবে কথা হয় সখের বাজার রেলক্রসিং এলাকার সজিব রায়ের সাথে তিনি বলেন, দারোয়ানী টেক্সটাইল মিল থেকে খানসামা যাতায়াতের প্রধান সড়কে সখের বাজার রেলক্রসিং এর অবস্থান। এ রেল ক্রসিংটিও অত্যন্ত ঝুকিপুর্ন। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে আরোহীসহ একটি মোটর সাইকেল ট্রেনের সাথে ধাক্কা লেগে কমপক্ষে একশ’গজ দুরে গিয়ে ছিটকে পড়ে। এতে বাইকটি চূর্নবিচূর্ন হয়ে গেলেও আলৌকিকভাবে বেঁচে যান ওই আরোহী। রেল পথের পশ্চিমাঞ্চল জোনের পার্বতীপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথে লোকালসহ আন্ত:নগর ও দুরপাল্লার সব ধরনের ট্রেন চলাচল করলেও অধিকাংশ লেভেল ক্রসিংগুলোতে নেই গেট আর গেটম্যান। ফলে চিলাহাটী থেকে পার্ব্বতীপুর পর্যন্ত ২৭টি অরক্ষিত লেভেলক্রসিংয়ে পথচারী কিংবা বিভিন্ন যানবাহন পারাপারে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। রেল কর্তৃপক্ষ শুধুমাত্র দু’টি করে সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় এড়িয়ে গেছেন। তবে স্থানীয় জনগন নিজ দায়িত্বে লেভেল ক্রসিং এ দুর্ঘটনা এড়াতে পথচারী আর যানবাহন পারাপার করছে। তবে সম্প্রতি রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মুজিবুল হক নীলফামারী সফরকালে বলেন, অনুমোদিত লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণসহ জনবল নিয়োগে দু’টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এ প্রকল্প দুটি বাস্তবায়ন হলে বিদ্যমান এসব সমস্যার সমাধান হয়ে যাবে।
মন্তব্য চালু নেই