যশোরের কিছু খবর

যশোরে ইট ভাটা মালিক সমিতির মানববন্ধন

শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে জেলা ইট ভাটা মালিক সমিতির উদ্যোগে কয়লা আমদানির দাবি মানববন্ধন করেছে। এতে যশোর সদর,মনিরামপুর, কেশবপুর,অভয়নগর,চৌগাছা,শার্শা,ঝিকরগাছা ও বাঘার পাড়া উপজেলা এলাকাল ইট ভাটার মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক কাজী নাজীর আহমেদ মুন্নু,সহ সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বাবুল। বক্তব্যে বলেন অবিলম্বে ইট পোড়ানোর প্রয়োজনীয় কয়লা আমদানি করতে হবে।

সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহতর ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা:
শুক্রবার সকালে যশোর চৌগাছা সড়কে ট্রাক ও নছিমনের মুখোমুখী সংঘর্ষে চার জন নিহত ও ১০ জন আহত হয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানার এসআই ফারুক হোসেন বাদি হয়ে ট্রাক চালকের বিরদ্ধে মামলা করেছেন। এসআই ফারুক হোসেন বলেন, শুক্রবার সকালে যশোর চুড়ামনকাটি বাজার থেকে একটি ট্রাক যার নাম্বার ( ঝিনাইদহ ট-১১-৩৩৭) চৌগাছা যাচ্ছিল। পথিমধ্যে চৌগাছা সড়কের আব্দুল পুর এলাকায় ওই ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক ক্রীড়া বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু হানিফসহ চার জন নিহত হয়,আহত হয় ১১জন। সড়ক দূর্ঘটনার কারনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘাতক ট্রাকটি পুড়িয়ে দেয়। সন্ধ্যার দিকে আহত নছিমন চালক খায়রুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।



মন্তব্য চালু নেই