এসএসসিতে এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মন্ত্রী।
নাহিদ বলেন, এ বছর প্রশ্নপত্র তৈরি, ছাপানোসহ প্রত্যেকটি বিষয় পর্যব্ক্ষেণ করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকছে না।
২ মার্চ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে। ৪ মার্চ থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ মার্চ শেষ হবে পরীক্ষা।
মন্ত্রী জানান, এবার ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। সে অনুযায়ী এ বছর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা।
নুরুল ইসলাম নাহিদ জানান, এবার পরীক্ষার্থীদের আধা ঘণ্টা আগে খাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্ভুলভাবে নিজের নামসহ সংশ্লিষ্ট বিষয়গুলো লিখতে পারে। প্রশ্নপত্র দেওয়া হবে সঠিক সময়ে।
পরীক্ষাসংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজন করা হবে। কেন্দ্রে পর্যবেক্ষণ দল থাকবে। তারা সব বিষয় পর্যব্ক্ষেণ করবে।
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিবসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই