বেরোবিতে তিন দিনব্যাপী এসআই নিয়োগ পরীক্ষা

বেরোবি প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ২০১৬ সালের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ঘোষিত সূচি অনুয়ায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিনদিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াসহ সকল একাডেমিক ভবনে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির এসআই এরশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার সার্থে আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে এক মুঠোফোনে জানিয়েছেন উপাচার্য ড. একে এম নূর-উন-নবী ।

এরশাদ আলী জানান, রংপুরে অনুষ্ঠিত অন্যান্য কেন্দ্রের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ৩ ফেব্রুয়ারি মনস্তত্ত্ব পরীক্ষা এবং ৪ ফেব্রুয়ারির সাধারণ জ্ঞান ও পাটিগণিত পরীক্ষা বিকেল ২টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চার হাজার পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই