মদনে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর মাঠে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুছ, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক ভজন কুমার সরকার, জেলা পরিষদ সদস্য একেএম সাইফুল ইসলাম হান্নান, আয়েশা আক্তার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান, সাফায়েত উল্লাহ রয়েল, গোলাম মোস্তফা খান, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক এটিএম কামরুজ্জামান রফিক, রফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই