মদনে ১০শয্যার বেসরকারি হাসপাতালের উদ্বোধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : দেওয়ান জাহের বখত গং ওয়াক্ফ এস্টেট এর পরিচালিত হযরত সুমাইয়া (রাঃ) হেল্থ কেয়ার হাসপাতাল ১০ শয়্যা বিশিষ্ট সরকার কর্তৃক অনুমোদন পাওয়ায় রোববার নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গনি, উপজেলা চেয়ারম্যান এম এ হারেছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ,সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ,স্বাস্থ্য প্রশাসক ডাক্তার আব্দুল কদ্দুছ,জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম হান্নান, আয়েশা আক্তার, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদারসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই