নিজের প্রিয় মানুষকে হারালেন মেসি!

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তার খুব কাছের এবং সেই সঙ্গে অনেক প্রিয় একজন মানুষকে হারালেন৷ তিনি হলেন মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। আর্জেন্তিনার বুয়েন্স আইরেশ শহরের রোজারিওতে প্রয়াত হলেন এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে।

নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও আজ প্রয়াত। আমাদের ক্লাবের ফুটবলের সঙ্গে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন। মাত্র ৬৫ বছর বয়সেই সকলে ছেড়ে চলে গেলেন তিনি। ’

লিওনেল মেসির ফুটবল জীবনের প্রথম কোচ ছিলেন ভেচ্চিও। মূলত আজকের এই কিংবদন্তিরতার ফুটবলে হাতেখড়ি হাত ধরেই৷ মেসি ফাউন্ডেশনের হয়েও কাজ করতেন তিনি। বার্সেলোনা তারকা এবং আর্জেন্তিনার অধিনায়ককে নিজের সন্তানের মতো আগলে রাখতেন সবসময়।

যখনই মেসির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তার এই মৃত্যুর খবর শোনার পর ভেঙে পড়েছেন মেসিও৷



মন্তব্য চালু নেই