যে কারণে ম্যাককালাম নিষিদ্ধ! বাকিদের ১ হাজার ডলার করে জরিমানা

স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে। সে কারণে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না তিনি। ম্যাককালামের অনুপস্থিতিতে ব্রিসবেন হিটকে নেতৃত্ব দেবেন জো বার্নস।

পার্থ স্কোরচার্সের বিপক্ষে নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম করায় ম্যাককালামকে এই শাস্তি দিয়েছে বিবিএল ডিসিপ্লিনারি কমিটি। এ কইসাথে দলের বাকী খেলোয়াড়দের ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হলেও পরবর্তীতে আপিলের সিদ্ধান্ত না নেয়ায় তা কমিয়ে ৫০০ ডলার করা হয়েছে।

তবে এই শাস্তিতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি ম্যাককালাম। তিনি বলেন, “আমরা জানি আজ আমরা কিছুটা দেরীতে ওভার শেষ করেছি। কিন্তু এটা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। ”

ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ পাওয়ায় দলের হার্ড হিটিং ইনফর্ম ব্যাটসম্যান ক্রিস লিনকে পাচ্ছে না হিট। ৬ ম্যাচে ৪ টি জয় নিয়ে পার্থ স্কোরচার্সের থেকে পিছিয়ে বর্তমানে বিবিএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিসবেন হিট।



মন্তব্য চালু নেই