বিয়ে দিতে রাজি না হওয়ায় মেয়ের বাড়িতে গ্রেনেড হামলা

পরিবারিকভাবে সম্পন্ন হতে যাওয়া এক বিয়েতে মেয়ে পক্ষ রাজি না হওয়ায় কনের বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এরকম পারিবারিক বিয়েতে রাজি না হওয়া নিয়ে এই ধরনের ঘটনা খুব একটা শোনা যায়নি।

পরিবারের পক্ষ থেকে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গ্রেনেড ছুড়ে কনেসহ তার এক ছোট বোনকে আহত করেছে এক দুর্বৃত্ত।

দুই বোন তখন বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন। গত মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক শহর লানধি এলাকার কোহি গোথ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই বোন শারমিন (১৯) ও সনম (১৭) এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা বলেন, সাজিদ গ্যাংয়ের সদস্য ও মাদকাসক্ত। পুলিশ এ ঘটনায় বখশের পক্ষ থেকে এফআইআর গ্রহণ করেছে।

ওই দুই মেয়ের বাবা কাদির বখশ পুলিশকে দেওয়া বিবৃতি বলেন, সাজিদ নামের এক ব্যক্তি সম্পর্কে তাদের আত্মীয়। তিনি দুবার তার এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তারা এতে সম্মত হননি। এরপর সাজিদ তাঁকে (বখশ) ও তাঁর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন।



মন্তব্য চালু নেই