নাসিরনগরে হামলা : চেয়ারম্যান আঁখি রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করে।
সেখানকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে ওই দিনের হামলায় ট্রাক ভাড়া ও লোক জমায়েতে ওই ইউপি চেয়ারম্যান জড়িত ছিল বলে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে পুলিশ। তাছাড়া গ্রেপ্তারকরা একাধিক আসামির আদালতে দেওয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে। চেয়ারম্যান আঁখি এ মামলায় পুলিশের মোস্ট ওয়ানটেড ছিলেন।
আদালতের পরিদর্শক মাহাবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকার ভাটারা এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় থানায় আটটি মামলা দাযের করা হয়। এ পর্যন্ত ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য চালু নেই