বান্ধবীর বাড়িতে ধর্ষিত হলেন ইউপি মেম্বার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নে এক নারী ইউপি মেম্বার ধর্ষণের শিকার হয়েছেন।

তিনি চেংটারচর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্ত্রী ও তিন সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ জানায়, জালালপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী মেম্বার ২৫ ডিসেম্বর একই ইউপি’র সাবেক নারী মেম্বার বিলকিস খাতুনের বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে যান।

অনুষ্ঠান শেষে বিলকিসের অনুরোধে বাড়িতেই থেকে যান ওই নারী মেম্বার।

গভীর রাতে সুযোগ বুঝে বিলকিলের স্বামী শাহ আলম বেড়াতে আসা ওই নারী মেম্বারকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে এলাকার মাতবররা কয়েক দফা দেন- দরবারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার দুপুরে ওই ধর্ষিতা মেম্বার বাদি হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামি করে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে।আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



মন্তব্য চালু নেই