পুরুষ ছাড়া রাস্তায় বের হওয়ায় নারীর শিরশ্ছেদ

পুরুষ সঙ্গী ছাড়া বাড়ি থেকে বের হওয়ার ‘অপরাধে’ এক আফগান নারীর শিরশ্ছেদ করলো তালেবানরা। আফগানিস্তানের তালিবান শাসিত সর-ই-পুল প্রদেশের লাত্তি গ্রামের ওই নৃশংস ঘটনাটি ঘটে। খবর ডেইলি মেইলের।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিউল্লাহ আমানি জানান, ৩০ বছর বয়সী ওই নারী একা একটি মার্কেটে গিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে।

তার স্বামী ইরানে অবস্থান করায় বাদ্য হয়ে ওই নারীকে একাই বাজারে যেতে হয়েছিল। তালেবানদের মতে পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাড়ির বাইরে আসা নিষিদ্ধ। একই সঙ্গে তাদের পড়াশুনা ও চাকরি করাও নিষিদ্ধ।

বোরকা ছাড়া নারীদের চলাফেরা তাদের কাছে দণ্ডনীয় অপরাধ।



মন্তব্য চালু নেই