পাবনায় চোলাই মদপানে একজনের মৃত্যু
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার রেলওয়ে কলোনিতে বিষাক্ত চোলাই মদপানে বকুয়া দাস (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে চান কুমার (৩৫) নামের আরেকজনকে।নিহত বকুয়া দাসের শ্যালক জন দাস জানান, পাকশি রেলওয়ে হরিজন কলোনির তারি অ্যাংকারনা দাসের ছেলে বকুয়া দাস ও অনাথ নাথের ছেলে চান কুমার গত রোববার রাতে কলোনিতে বসে বিষাক্ত চোলাই মদপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বকুয়া দাস মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।’
মন্তব্য চালু নেই