আশকোনার জঙ্গি ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর দক্ষিণখানে আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানায় মামলাটি করা হয়। এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা বিষয়টি নিশ্চিত করেছে। তবে কাদের নামে মামলা হয়েছে তা জানানো হয়নি।

শনিবার ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।



মন্তব্য চালু নেই