জানালেন আইনমন্ত্রী :

জামায়াতের বিচারে আইনের সংশোধনী আগামী অধিবেশনে

মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনের প্রস্তাব আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদের সভায় উঠানো হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  আগামী সংসদ অধিবেশনে এ আইন পাস পারে বলেও জানান তিনি।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

উচ্চ আদালতের বিচারপতিদের অভিসংশনের আইনের বিষয়ে আনিসুল হক বলেন, “আইন তৈরির জন্য কাজ চলছে। শিগগির বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনসহ দেশের সব আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে আইন করা হবে।” তবে যাদের মতামত নিলে বিচার বিভাগের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মতামত নেয়া হবে না বলেও জানান তিনি।

আন্তর্জাতিক আইন সংস্থার দুইজন সদস্য ডেভিড ব্রানসন ও কারলস ডেভিলা বাংলাদেশে মেডিয়েশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে মোট ৩৬ জন প্রশিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেন। আজ থেকে মোট পাঁচদিন এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।



মন্তব্য চালু নেই