কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সত্তরোর্ধ্ব ব্যক্তি নিহত

কামরুল হাসান, কলারেরায়া : সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সত্তরোর্ধ্ব ওজিয়ার রহমান মোড়ল (৭০) নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃস্পতিবার সকাল ১০টার দিকে কলারোয়া-খোরদো সড়কের রায়টা গ্রামের নুরু মাস্টারের বাড়ির সামনে। থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান মোড়ল প্রতিদিনের মতো বাইসাইকেলে বাড়ি থেকে কলারোয়ায় মেয়ের বাড়ি যাওয়ার পথিমধ্যে ওই স্থানে খোরদো থেকে কলারোয়াগামী একটি খালি ট্রাক (নং- ঢাকা মেট্রো- ট-১৮-৫০২৮) পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দিলে ওজিয়ার রহমান ট্রাকের পিছনের চাকার তলায় পড়েন। এ সময় সেখানে উপস্থিত জনতা ট্রাকের চাকার তলা থেকে তাকে উদ্ধার করেন। ততক্ষণে না ফেরার দেশে চলে যান সত্তরোর্ধ্ব ওই ব্যক্তি। দুর্ঘটনার সাথে সাথে ট্রাক চালক সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে খোরদো ফাঁড়ির এএসআই সরদার মোস্তফা কামাল ঘটনাস্থলে ছুটে যান। এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই