কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মুদি দোকানি ও মটর সাইকেল চালককে জরিমানা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মুদি দোকানি ও দুুই মটর সাইকেল চালককে ২৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় ওই জরিমানা আদায় করেন। নিবার্হী অফিসার উত্তম কুমার রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম পৌর এলাকায় অভিযান পরিচালনাকালে শাপলা হল মোড়ে অবস্থিত সরদার ষ্টোর মুদি দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫শ’ টাকা, নিউ ভাই ভাই ষ্টোরের মুদি দোকানে মূল্য তালিকা ও পরিস্কার পরিচ্ছন্ন না থাকার কারণে ৫শ’ টাকা ও পলাশ এন্টার প্রাইজের রড সিমেন্টের দোকানে ট্রেড লাইসেন্স না থাকার কারণে ৫শ’ টাকা করে সর্বমোট ১৫শ’ জরিমানা আদায় করেন।

অপরদিকে, একই সময়ে কলাগাছি মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিলকন্ঠপুর গ্রামের গোপাল গোলদারের ছেলে নবাব গোলদার (৩৮) ও আলাইপুর গ্রামের হামিদ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৪০) কে মটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা আদায় করেন। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এস.আই পিন্টু লাল দাস, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী এম এ মান্নান প্রমুখ।



মন্তব্য চালু নেই