মদনে চিকিৎসাধীন আহত নারীর পরিচয় মিলছে না
প্রতিনিধি,মদন (নেত্রকোনা): শনিবার সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি এক অর্ধ্ব বয়সী নারীর সঠিক পরিচয় মিলছে না। জনসাধারন চাঁদা তুলে তার চিকিৎসা চালাচ্ছেন। স্থানীয় সাংবাদিকগণ এমন সংবাদের প্রেক্ষিতে রোববার স্বাস্থ্য কেন্দ্রে গেলে তার কথা বার্তায় অস্পষ্ট ও মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। অনেক চেষ্টা করে তার নাম ঝর্ণা আক্তার, বাড়ি বরিশাল গাজীবাড়ি বলে প্রকাশ করলেও তা এখনো অস্পষ্ট রয়েছে। মদন নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার সন্ধ্যায় পথচারীরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সে স্বাস্থ্য কেন্দ্রের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুল কদ্দুছ জানান, মানসিক ভারসাম্যহীন এই নারীকে শনিবার সন্ধায় পথচারীরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। তার ডান পা ভেঙে গেছে । বর্তমানে তাকে নারী ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই