পার পেলেন গাইবান্ধার ডিসি, এবার তলব এসপিকে

সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখিত ‘বাঙালি দুষ্কৃতকারী’ অংশের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদ।

ক্ষমা প্রার্থনার পর তাকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে ওই ঘটনায় এবার গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এসপিকে তলব করা হয়েছে। আগামী ২ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদেশ অনুযায়ী আজ (সোমবার) নির্ধারিত দিনে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) হাইকোর্টে উপস্থিত হয়ে নিজের ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, বাঙালিকে দুস্কৃতকারী উল্লেখ করে দেয়া ওই প্রতিবেদনের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার।

এরপর এসপিকে তলবের আদেশ দেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ গাইবান্ধার ডিসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সাঁওতালদের নিয়ে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জোতির্ময় বড়ুয়া ও এএম আমিনউদ্দিন। আর চিনিকল কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম এ মাসুম ও ব্যারিস্টার দীপা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই