কলারোয়ার পাঁচপোতা সর. প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে স্কুলের অফিস কক্ষে স্কুলের সাবেক সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এ প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, মাস্টার অলিউর রহমান, রুহুল কুদ্দুস প্রমুখ।
সভা শেষে উপস্থিত সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে রুহুল কুদ্দুসকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাস্টার অলিউর রহমান, জমিদাতা সদস্য শিক্ষক দীপক শেঠ, বিদে্যুৎসাহী সদস্য প্রাক্তন ইউপি মেম্বর ফারুক হোসেন, রাশিদা খাতুন, সাধারণ সদস্য ইউপি বিল্লাল সরদার, অভিভাবক সদস্য জোহর আলী, মনজুয়ারা খাতুন, তানজিলা খাতুন, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মর্জিনা খাতুন। উল্লেখ্য, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ওই কমিটির সদস্য সচিব।
মন্তব্য চালু নেই