রাজধানীতে এক লাখ অ্যাপার্টমেন্ট হবে : গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গৃহায়ণ কর্তৃপক্ষ রাজধানীতে এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত ইন্টেরিয়র ডিজাইন বিষয়ক ‘হোমফেস্ট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী (শুক্রবার-শনিবার) এ মেলার আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাজউকের ফ্ল্যাট ক্রেতাকে ঋণ দেবে। ঋণের সুদ শতকরা সাড়ে ৮ শতাংশ। এ ঋণের কিস্তির মেয়াদ হবে সর্বোচ্চ ২৫ বছর। পূর্বাচলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য বিভিন্ন আয়তনের ৬৫ হাজার ফ্ল্যাট হবে।

তিনি আরো বলেন, আধুনিক যুগে সবার রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য হোমফেস্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ হোমফেস্ট শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামসহ সারা দেশে করতে হবে।

উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান, বার্জার পেইন্টসের হেড অব ব্র্যান্ড নাভিদ সারোয়ার, হাতিলের হেড অব মার্কেটিং ফিরোজ আল বাবু, আকিজ সিরামিকসের বিল্ডিং ম্যাটেরিয়ালসের অপারেশন পরিচালক মোর্শেদ আলম, ইস্কয়ার ইলেক্ট্রনিক্সের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মঞ্জুরুল করিম, টাপাওয়্যারের হেড অব সেলস সোনিয়া শহীদ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।



মন্তব্য চালু নেই