শাড়ি পড়ে ট্যাক্সি চালান ৫৮ বছর বয়সী নারী!

ভারতের ব্যাঙ্গালুরে সেই ১৯৯২ সাল থেকেই ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এই সংগ্রামী নারী। শান্তি রামাইয়াহ নামে এই ট্যাক্সি ড্রাইভারের বয়স এখন ৫৮।

শাড়ির উপরে ট্যাক্সি ড্রাইভারের খাকি শার্ট গায়ে দিয়ে দিব্বি ট্যাক্সি চালিয়ে যাচ্ছেন শান্তি রামাইয়াহ। কিন্তু শুরুটা এত সহজ ছিলোনা শান্তি রামাইয়ার। কর্নাটকের রাস্তায় নারী ট্যাক্সি ড্রাইভার দেখাটা নব্বইয়ের দশকে একটি বিস্ময়কর চিত্রই ছিল।

ট্যাক্সি চালানোর আগে তিনি একটি বাসার তত্ত্বাবধায়কের (কেয়ারটেকার)চাকুরি করতেন। মাত্র দুই হাজার রুপি বেতনের সেই চাকুরিটা পরিবার চালানোর জন্য যথেষ্ঠ ছিল না। তখন সরকারের একটি প্রকল্প থেকে অর্থ লোন নিয়ে ট্যাক্সিটি কিনেছিলেন শান্তি।

৫৮ বছর বয়সেও দিব্যি ট্যাক্সি চালিয়ে যাচ্ছেন এই আত্মপ্রত্যয়ী নারী। টাইমস অব ইনডিয়া তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তাদের ওয়েবসাইটে। মাত্র এক মিনিটের এই ভিডিওতে শান্তি রামাইয়ের সংগ্রাম তুলে আনার চেষ্টা করা হয়।



মন্তব্য চালু নেই