মিরাজের দাদির জন্য গ্রামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ

অবশেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের দাদা বাড়িতে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় মিরাজের জন্মভিটায়।

বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার দ্বিতীয় টেস্ট জয়ের নায়ক মিরাজের খেলা দেখতে পারেননি তার দাদি। এ খবর গণমাধ্যমে প্রচারের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।

শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাড়িতে আসেন মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার। এ খবর জানতে পেরে বাকেরগঞ্জ উপজেলার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা তাকে স্বাগত জানান।

জালাল হোসেন তালুকদার বলেন, একদিন আগেই লাইন ও তার টানার কাজ শেষ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে ট্রান্সফারমারের ত্রুটির কারণে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুতের সংযোগ লাগে।

তিনি জানান, বিদ্যুৎ সংযোগ লাগার সঙ্গে সঙ্গে বাড়িতে টেলিভিশন দেখার ব্যবস্থা করা হয়। মিরাজের বাবা এখানে আরও ২/১ দিন থাকবেন।



মন্তব্য চালু নেই