‘র‌্যাব-পুলিশের দ্বন্দ্ব নেই, তারা একটি পরিবার’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন ‘পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই। আমরা একই পরিবারের সদস্য।’

শুক্রবার বরিশালে আরআরএফ পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘র‌্যাব হলো পুলিশেরই একটি ইউনিট। একই পরিবারের সদস্যদের মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে। তবে এখানে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, অপরাধ দমন, জঙ্গি নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব এবং পুলিশ আগেও একসাথে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।’

এর আগে ঢাকা থেকে সড়ক পথে বেলা ১১টায় বরিশালের কাশিপুরে পৌঁছে আরআরএফ পুলিশ লাইন্সে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন করেন পুলিশ প্রধান।

উদ্বোধন শেষে ভবনটি ঘুরে দেখেন তিনি। এরপর তিনি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এ সময় সঙ্গে ছিলেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পালসহ মহানগর, জেলা ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই