সেই শিশুর ধর্ষক সাইফুল ৭ দিনের রিমান্ডে
দিনাজপুর পার্বতীপুরে লোমহর্ষক ও আলোচিত শিশুকন্যা ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণকমল এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বৃহস্পতিবার শিশু ধর্ষক সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলকে আদালতে হাজির করে বেলা আড়াইটায় শুনানি অনুষ্ঠিত হয়।
সরকার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আদালতের এসআই আনিসুর রহমান। তিনি রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আজ থেকেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পার্বতীপুর থানায় নেয়া হবে।
মন্তব্য চালু নেই