পাবনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা পৌর শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ পাবনা পৌর শাখার সভাপতি এ্যাডঃ তসলিম হাসান সুমনের সভাপতিত্বে আজ শনিবার দুপুরে স্থানীয় দোয়েল কমিউনিটি সেন্টারে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সমাবেশে আরো বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু, আওয়ামী লীগ পাবনা পৌর শাখার সাধারন সম্পাদক শাহজাহান মামুনসহ অনেকে। সভায় বক্তার বলেন,পাবনার মানুষ শান্তিপ্রিয়। এখানে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার কোন গোষ্টি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলা করা হবে।
মন্তব্য চালু নেই