মদনে পপি নতুন আলো প্রকল্পের মতবিনিময় শীর্ষক কর্মশালা
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশণ (পপি) কর্তৃক বাস্তবায়িত নতুন আলো প্রকল্পের আওতায় নেত্রকোণা জেলার মদন উপজেলায় জনসংগঠন কর্তৃক চিহ্নিত বিষয়সমূহ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বুধবার মতবিনিময় শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ হারেছ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, স্বাস্থ্য প্রশাসক আব্দুল কদ্দুছ, কৃষি অফিসার গোলাম রাসুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ,তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মোঃ ফকর উদ্দিন আহমেদ, পপি নতুন আলোর কো-অর্ডিনেটর শাহ মোঃ নাজমূল হক,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস,গ্রাম সংগঠনের সভাপতি জেসমিন আক্তার,জো¯œা আক্তার,সংলাপ ফোরামের নেত্রী আয়মান আক্তার,রুমিনা আক্তার প্রমূখ্।
পপি নতুন আলো প্রকল্পের কোÑঅর্ডিনেটর শাহ মোঃ নাজমূল হক বলেন, লক্ষ্যিত জনগোষ্টীর দারিদ্র তথা দূর্যোগ জনিত বিপদাপন্নতা হ্রাসের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও পুষ্টিগত উন্নয়ন, শিক্ষা হতে ঝরে পড়া রোধ, নারী পুরুষের সমতা আনয়ন, পরিবেশগত উন্নতি সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন করাই উক্ত প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ইতিমধ্যেই লক্ষ্যিত ১০০০ পরিবার ও ৮১ টি ছোট দলের মাঝে পরিবার ভিত্তিক চাহিদার আলোকে নানা ধরণের সহায়তা প্রদান করা হয়েছে। প্রকল্পের পাশাপাশি ওয়ার্ড জনসংগঠন ও ইউনিয়ন জনসংগঠন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্যে অধিকার ভিত্তিক বিভিন্ন গঠনমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
মন্তব্য চালু নেই