দুর্গাপুরে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শনিবার সারাদেশের ন্যায় ২টি কলেজ, ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি আলীয়া মাদ্রাসায় একযোগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রমা রায় এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নিতাই সাহা, নির্মলেন্দু সরকার বাবুল, বিজন কৃষ্ণ রায়, এসএমসি সভাপতি নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ওয়ালী উল্ল্যাহ্, সিনিয়র শিক্ষক হোসনে আরা, শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম রিপন, শিক্ষার্থী হুমায়রা মাহ্জাবীন রিমি প্রমূখ।
বক্তারা বলেন, সকল অবিভাবককে সন্তানদের ক্ষেত্রে সজাক থাকতে হবে, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কর্মকান্ডে সকলকে একতাবদ্ধ থেকে দেশকে জঙ্গীমুক্ত করতে হবে।
মন্তব্য চালু নেই