মদনের অনুন্নত এলাকায় পাকা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন
মদন (নেত্রকোণা) : মদনের লক্ষাধিক লোকের শিক্ষা ও অর্থনীতি উন্নয়নের লক্ষে শনিবার তিয়শ্রী জিসি-তাড়াইল জিসি (ধানকুনিয়া ফেরিঘাট) ভায়া আখাশ্রী সিংহের বাজার ৮কিঃমিঃ রাস্তা উন্নয়ন ১১ কোটি ২৭ লাখ ৭৫হাজার ২শ ৩৬ টাকার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি রেবেকা মমিন।
মাহড়া ব্রীজ সংলগ্ন স্থানে সহ-সভাপতি নূরুল ইসলাম ছদ্দু মিয়ার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম,এ হারেছ, উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছ, মোহনগঞ্জ আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারন সম্পাদক শহীদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সমীর কুমার দাস প্রমূখ।
এই পাকা সড়কের কাজ সম্পন্ন হলে উপজেলার কাইটাইল, চানগাঁও, নায়েকপুর, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের বৃহৎ এলাকার লোকজন শিক্ষা, কৃষি ও অর্থনীতি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া ঐদিন বিকালে তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
মন্তব্য চালু নেই