দুই যুদ্ধাপরাধীকে ফেরানোর আলোচনায় আগ্রহী যুক্তরাজ্য
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই বাংলাদেশি যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান ও চৌধুরী মঈন উদ্দিনকে ফেরত আনার আলোচনায় সায় দিয়েছে যুক্তরাজ্য। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার বিকেলে সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী যুক্তরাজ্যে আছে। ওই যুদ্ধাপরাধীদের ফেরত আনার ব্যাপারে ররি স্টুয়ার্টকে অনুরোধ করা হয়েছে। এখন সময় হয়েছে আলোচনা করার। তিনি (ররি স্টুয়ার্ট) আমাকে বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সে আলোচনা শিগগিরই শুরু হবে।
তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির বাংলাদেশে এটা প্রথম সফর। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোচনা হয়েছে, আমি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তাকে জানিয়েছি।’
আনিসুল হক বলেন, এর বাইরে আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ ওই যুদ্ধাপরাধীরা গাঢাকা দিতে পারে, যা আমরা চাই না। আমরা চেষ্টা করবো এ আলোচনা আরো সামনে এগিয়ে নিতে এবং ফলপ্রসূ করতে।
মন্তব্য চালু নেই