পোরশায় র‌্যাবের হাতে অস্ত্রসহ যুবক আটক

সালাউদ্দীন আহম্মেদ, পারশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সহ হানিফ নামের এক যুবককে হাতে নাতে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা।

গ্রেফতারকৃত হানিফ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে। জানা যায়, গোপন সংবাদ পেয়ে গতকাল বুধবার বিকালে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ হানিফকে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মিমি পিস্তল, ৩রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন পাওয়া যায়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানায়, গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সহ আটক করি। সেখানে এগুলো সে বিক্রি করার জন্য গিয়েছিল বলে জানান তিনি। #



মন্তব্য চালু নেই