সুন্দরগঞ্জ উপজেলায় নদীতে ডুবে কৃষকের মৃত্যু
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর লালচামার ঘাট সংলগ্ন জয় বাংলা সাঁকোর পার্শে অহেদ নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে।
সরেজমিনে জানা যায় যে, উপজেলার পাঁচপীর বাজারের গ্রামীন টাওয়ার এলাকার বাসিন্দা আঃ রহমান (৪৫) ও অহেদ আলী (৪০) সকালে তিস্তা নদীর বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে উঠা চরে ছড়ানো ধানের চারা রোপনের উদ্দেশ্যে বাড়ি থেকে হাঁড়ি ও বীজ নিয়ে হাঁড়িতে ভারসাম্য রেখে তিস্তা নদী পার হয়।
চারা রোপন শেষে ফিরে আসার পথে লালচামার জয়বাংলা সাঁকোর কাছা কাছি আসলে নদী কোলে পানির ঘুর্ণায়নে হাঁড়ি (পাতিলে) পানি পূর্ণ হলে অহেদ (৪০) হাঁড়ি সহ নদী পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় জন সাধারনের সহায়তায় প্রায় ২০০ মিটার ভাটি থেকে অহেদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য চালু নেই