সানি, মিজান ও ফারুককে খুঁজছে ভারতীয় গোয়েন্দারাও

পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় ত্রিশাল থেকে পালাতক জঙ্গি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান এবং ঘটনার সন্দেহভাজন পরিকল্পনাকারী ফারুক হোসেনকে খুঁজছে ভারতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।

মঙ্গলবার এনআইএ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, ত্রিশালের ঘটনার পর আমরাও ধারণা করেছিলাম বোমারু মিজান, সালেহিন ও ফারুক বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। দুই দেশের গোয়েন্দারা প্রাথমিকভাবে ধারণা করছে, বর্ধমানের ঘটনায় ভারত ও বাংলাদেশের জেএমবি সদস্যরা জড়িত রয়েছে।

মনিরুল ইসলাম জানান, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সোমবার এনআইএ প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। ওই দিন পর পর দুটি বৈঠক হয়। ওই ধারাবাহিকতায় মঙ্গলবারও দুপুর আড়াইটার দিকে এনআইএ-এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত ৬ সদস্যের কমিটির বৈঠক হয়। বৈঠকে কয়েকজন জেএমবি সদস্যদের নাম উঠে আসে। যাদের চেহারার বর্ণনা ও অতীত কর্মকাণ্ডের সঙ্গে ত্রিশালের ঘটনার মিল পাওয়া যায়।



মন্তব্য চালু নেই