রাণীনগরে জামায়াত নেতা বেলাল গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে। সোমবার দিন গত রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় । বেলাল উপজেলার পারইল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান, সম্প্রতি রাষ্ট্রে চলমান সন্ত্রাস ও নাশকতা কর্মকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নাশকতা মামলায় তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। সে রাণীনগর থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘ দিন থেকে এলাকা ছেড়ে পালিয়ে আতœ গোপনে ছিল। সোমবার রাতে বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
মন্তব্য চালু নেই