রাণীনগরে জঙ্গি বিরোধী র্যালী ও পথসভা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : “হটাও জঙ্গি বাঁচাও দেশ, প্রধান মন্ত্রীর নির্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ ইমাম সমিতির রাণীনগর উপজেলা শাখার আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে এক র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী নিয়ে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাণীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খাঁন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, এস.আই রইচ উদ্দিন, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন প্রমুখ। সভা শেষে ইমামদের হাতে রাষ্ট্রীয় ১৬ পৃষ্ঠার খুতবা তুলে দেন নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব।
মন্তব্য চালু নেই