বিচার দাবিতে আহত হনুমান পাইকগাছার আদালতে!
পাইকগাছা (খুলনা) : বিচারের দাবিতে গত দু’দিন ধরে পাইকগাছা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়েছে আহত এক হনুমান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিচারের দাবিতে হনুমানটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয়।
এর আগে বুধবারও হনুমানটি সিনিয়র সহকারী জজ আদালতে অবস্থান নিয়েছিল বলে পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার জানান।
তবে সর্বশেষ তাকে নিয়ে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু না হলেও প্রাথমিক চিকিৎসা দিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মরত চিকিৎসকরা। ঘটনায় উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, খাদ্যাভাবে দীর্ঘদিন ধরে কেশবপুরের কালোমুখ হনুমানের দল বিভিন্ন মাধ্যমে চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত এলাকায়। সম্প্রতি তেমনি একটি দল পাইকগাছার বিভিন্ন এলাকায় বিচরণ করে বেড়াচ্ছিল। সাধারণ মানুষরা উৎসাহিত হয়ে যা দেয় তা খেয়েই জীবন ধারণ করছে তারা। বুধবার তাদের মধ্যে থেকে দলছুট হনুমানটি আক্রান্ত হয় কোনো মানুষের হাতে। তাকে কুপিয়ে জখম করা হয়।
এলাকাবাসীর দাবি, হনুমানটির জখমকারীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজা প্রদান করা হোক।
মন্তব্য চালু নেই