নওগাঁয় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৯
বুলবুল চৌধুরী, নওগাঁ থেকে : নওগাঁর সাপাহার ও মহাদেবপুর উপজেলায় বুধবার দুপুরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৯ জন।
নওগাঁর সহকারী পুলিশ সুপার মহসীন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার বেলা ১২টার দিকে জেলার সাপাহার উপজেলার তাজপুর এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নাজির উদ্দীন নামে এক অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মারা যান। তার বাড়ি উপজেলার বিনোদপুর গ্রামে। এসময় বাসের আট যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এদিকে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খামারবাড়ী এলাকায় একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লিটন মারা যান। এতে গুরুতর আহত হন আরো দু’জন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে একজন মারা যায়। নিহত লিটন জেলা সদরের পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মন্তব্য চালু নেই