জামিনে মুক্তির পর জেলগেটেই খুন যুবলীগ কর্মী

160229জেলখানাই নিরাপদ ছিল হেমায়েত মন্ডলের। জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি যাওয়া হলো না তার। মুক্তিলাভের পর জেলগেট থেকে মাত্র কয়েকগজ এগিয়েই দুবৃত্তদের পিস্তলের গুলিতে খুন হন তিরিশ বছর বয়সী হেমায়েত। সোমবার ইফতারের পর পরই যশোর জেল গেটের সামনে ঘটে এ ঘটনা।

জানা গেছে, নিহত হেমায়েত যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের জিন্নাত আলী ছেলে। সে ১০-১২টা মামলায় জেলে ছিল। একটার পর একটা মামলায় জামিন পাচ্ছিল। সবশেষ সোমবার বিস্ফোরক মামলায় জামিন পাওয়ায় ইফতারের পর পর জেল থেকে বের হলে জেলগেটের সামনেই এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহত হেমায়েতের মা রোকেয়া বেগম জানান, শহরতলীর তার প্রতিপক্ষ হাসান, ফিরোজ, আজিজুল, মামুন এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে।

অপরদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ রোকেয়া বেগমের সঙ্গে একমত পোষণ করে বলেন, নিহত হেমায়েত যুবলীগ করতো। প্রতিপক্ষ সন্ত্রাসীরা একইদলের যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের লালিতপলিত সন্ত্রাসী।

যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কারা মেরেছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।



মন্তব্য চালু নেই