রাণীনগরে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি ককটেলসহ গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি এবং জেএমবি’র সক্রিয় সদস্য ডা: খায়রুল আলম মুন্টু (৫৫) কে ২ টি ককটেল ও ১ টি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় ।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, উপজেলার বড়গাছা গ্রামের ছামছুল আলমে ছেলে খায়রুল আলম মুন্টুকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতার কালে তার শয়ন রুম তল্লাশি করে ২টি ককটেল ও ১টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয় ।
ওসি লতিফ খান আরো জানান,ডা: খায়রুল আলম মুন্টু তৎকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলদেশ (জেএমবি) এর কমান্ডার বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি ছিলেন । স্থানীয়রা বলছেন,ডা: মুন্টু জেএমবি’র কয়েকটি টর্চারশেলের কমান্ডার ছিলেন ।
মন্তব্য চালু নেই