পাবনার ঈশ্বরদীতে আগুন লেগে ৫টি বাড়ি পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী শহরের নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে আগুন লেগে ৫টি বসত বাড়ি ও ১টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

দমকল বাহিনী সুত্রে জানা গেছে, অসাবধানতার কারণে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রƒত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে সালাউদ্দিন, আসলাম, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন-২ ও শাহাবুদ্দিনের বাড়ির সমস্ত মালামাল ও বাড়িতে থাকা একটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।



মন্তব্য চালু নেই