শিমুল বিশ্বাসসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল।



মন্তব্য চালু নেই