দক্ষিণের ২১ জেলায় বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ

আজ রবিবার থেকে খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুরের ২১জেলায় পরিবহন ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে বাস চলাচল বন্ধ থাকায় অনেকে পৌঁছতে পারেননি নির্ধারিত স্থানে। ধর্মঘটে বাস-মিনিবাসের পাশাপাশি ট্রাক চলাচল বন্ধ হওয়ায় স্থবিরতা নেমে এসেছে পণ্য পরিবহন খাতেও।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স এবং সিলেটে একটি দুর্ঘটনায় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের দুটি মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দ্রুত কোন উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৭ এপ্রিল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এবং শনিবার বিকালে বরিশাল ও বৃহত্তর ফরিদপুরের পরিবহন নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই