সুন্দরবনে আগুন : মধু আহরণকারীদের দায়ী করলেন পরিবেশমন্ত্রী
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনে বারবার আগুন লাগার জন্য মধু আহরণকারীদের দায়ীকরেছেন। তারা মধু আহরণ করতে গিয়ে অসাবধানতাবশত এ আগুন লাগাচ্ছেন।
আজ বৃহস্পতিবার প্যারিস থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে বনমন্ত্রী বলেন, মধু আহরণ করতে গিয়ে আগুন জ্বালাতে হয়। এখন শুষ্ক মৌসুমে বনের ঝরা পাতাগুলো আরো বেশি শুষ্ক থাকে। এ কারণে শুষ্ক মৌসুমে সুন্দরবনে বারবার আগুন লাগে।
তিনি বলেন, বিশ্বের দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এ লক্ষ্যে সারা বিশ্বের দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডলার ফান্ড করা হয়েছে। এ ফান্ডের আওতায় বিভিন্ন প্রকল্প অনুযায়ী সহযোগিতা পাবে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই