পোরশায় ইউপি নির্বাচনের প্রার্থীতা বাছাই সম্পন্ন : প্রত্যাহার ১৮ এপ্রিল পর্যন্ত

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় আসন্ন ০৭ মে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ২৭শে মার্চ তফশিল ঘোষনা করার পর ০৬ ইউপিতে আ‘লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সহ মোট ৩৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

গত ১০ ও ১১এপ্রিল (রবিবার ও সোমবার) দু‘দিন সকল প্রার্থীর জমাকৃত মনোনয়ন পত্র বাছাই সম্পূর্ণ হয়েছে। বাছাই শেষে ০৬ইউপি‘তে চেয়ারম্যান প্রার্থী মোট ৩৩জনই রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নিতপুর ইউপি‘তে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সাদেকুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ ইব্রাহীম আলী, আওয়ামীগের মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম শাহ্, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হাই, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আবু বক্কর সিদ্দিক। তেঁতুলিয়া ইউপি‘তে আ‘লীগ মনোনীত প্রার্থী মোঃ তাইজুল ইসলাম শাহ্, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ শাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র ইউসূফ সর্দার, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম শাহ্ ও মোস্তফা শাহ। ছাওড় ইউপি‘তে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ফখরুদ্দীন, আ‘লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মন্জুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্র্থী মোসাঃ তুহিনারা বেগম, বুলবুল আলম ও মোজাহারুল ইসলাম। গাঙ্গুরীয়া ইউপি‘তে আ‘লীগ মনোনীত প্রার্থী আবু বক্কার, আ‘লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আতিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আসাদুর রহমান। ঘাটনগর ইউপি‘তে আ‘লীগের মনোনীত প্রার্থী বজলুর রহমান, বিএনপি‘র মনোনীত প্রার্থী আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র মোস্তাফিজুর রহমান শাহ্ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন বাবু। মর্শিদপুর ইউপি‘তে আ‘লীগের মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন, বিএনপি‘র মনোনীত প্রার্থী হুমায়ূন কবির শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র লুৎফর রহমান। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী, ফরহাদ হোসেন, আব্দুল মজিদ সরকার ও মেহেদী হাসান।

উপজেলা নির্বাচন অফিসার মোহাঃ রেজাউল করিম জানান- প্রার্থীতা বাছাইয়ের সময় ভিভিন্ন কারণে তেঁতুলিয়া ইউপিতে ০২জন, গাঙ্গুরীরা ইউপিতে ০১জন ও ঘাটনগর ইউপিতে ২জন সহ মোট ৫জন সাধারণ সদস্যের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত যে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। প্রতিক বরাদ্ধ হবে ১৯ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে ২০১৬ই।



মন্তব্য চালু নেই