নওগাঁর পত্মীতলায় ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

বুলবুল চৌধুরী, নওগাঁ: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় নওগাঁর পত্মীতলায় উপজেলার ১১টি ইউপিতে বৃহস্পতিবার শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। উপজেলার ১১টি ইউপির ১শ টি কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহন শেষে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন যারা, তারা হলেন-

পত্মীতলা ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোস্তফা শাহ চৌধুরী।

নির্মইল ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ।

দিবর ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল হামিদ সরকার।

আকবরপুর ইউপিঃ
স্বতন্ত্র সমর্থিত প্রার্থী কামাল হোসেন।

মাটিন্দর ইউপিঃ
স্বতন্ত্র সমর্থিত প্রার্থী জাহাঙ্গির আলম রুবেল।

কৃষ্ণপুর ইউপিঃ
স্বতন্ত্র সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম।

পাটিচরা ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রায়হানুল আলম।

নজিপুর ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাদেক উদ্দীন।

ঘোষনগর ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক।

আমাইড় ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ইসমাইল হোসেন।

শিহাড়া ইউপিঃ
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এবারের নির্বাচনে উপজেলার ১১টি ইউপিতে আওয়ামীলীগের ১১, বিএনপি ১১, জাতীয় পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২১জন প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেছেন। এবাদে ১১ ইউপির ৯৯ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১২৭ জন এবং ইউপি সাধারন সদস্য (মেম্বার) পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। উপজেলার ১১টি ইউপির মোট ভোটার ১লক্ষ ৫৯ হাজার ২শ জন। নির্বাচনে ভোটারের উপস্থিতি প্রায় ৮০ শতাংশ ছিল বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান সহিংষতা দূর করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পছন্দের প্রার্থীরা যাতে নির্বাচনে জয়ী হয়ে সাধারণ মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে লক্ষ্যে আইন শৃংখলা বাহিনী সর্বদা প্রস্তুত ছিল, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই